
মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্তি করতে সবচেয়ে বেশি যেটি প্রয়োজন, এর পাচার বন্ধ করা। এর সহজলভ্যতা দূর করা।
সে লক্ষ্যেই মাঠে নেমে এবার কক্সবাজারের রামুতে ৯ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।
র্যা ব এর দেয়া তথ্যের ভিত্তিতে, সিএনজি চালিত অটোরিকশায় করে উখিয়া উপজেলার কোর্টবাজার থেকে কক্সবাজার শহরে ইয়াবা বিক্রির জন্য আসছিল একটি চক্র। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৯২০ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।
আটকরা হলেন টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটার এলাকার আব্দুর রহিমের ছেলে মো. রাসেল (২২) ও আবুল কালামের ছেলে মো. আইয়ুব (২০)।
গতকাল শনিবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের রাবেতা হাসপাতালের সামনের সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটকদের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেজর রুহুল আমিন।
ভবিষ্যত প্রজন্মকে মাদক থেকে মুক্ত করতে হলে এমন অভিযান অব্যাহত রাখতে হবে। সাথে বাড়াতে হবে জনসচেতনতা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply