
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া এলাকার পদ্মা নদীতে মাছ ধরার উৎসব পালন করেন স্থানীয় মৎস্যপ্রেমী মানুষ। রোববার(১৩ জানুয়ারী) সকাল থেকেই বিলমাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ দলে দলে পলো নিয়ে পদ্মা নদীর নওসারাসুলতানপুরে হাজির হয়। অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত হয়ে পড়ে। নারী, শিশু ও বৃদ্ধ-বৃদ্ধা সবাই এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এ উৎসব পালন করে।
প্রতিবছরই শীত মৌসুমে নদীর পানি শুকানোর সাথে সাথে এলাকার মুরুব্বীরা নির্দিষ্ট দিন তারিখ ঠিক করেন। সেই দিন এলাকার সবাই মিলে আনন্দঘন পরিবেশের মাধ্যমে মাছ ধরা উৎসব পালন করেন। রোববার সকালেও এই এলাকায় গিয়ে এ উৎসব চোখে পড়ে। কারও হাতে পলো, কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল।
যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও বসে নেই। খালি হাত দিয়েই কাদার মধ্যে মাছ খুঁজছে। পলো দিয়ে পানিতে একের পর এক চাপ দিয়ে হইহুল্লোড় করে সামনের দিকে এক ধরনের ঢেউ সৃষ্টি হয়। এ ঢেউ উৎসবে অংশগ্রহণ করা মৎস্য শিকারী ও নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীদের ব্যাপক বিনোদন দেয়। আব্দুস সাত্তার নামের এক বৃদ্ধ বলেন, পলো দিয়ে মাছ ধরার আনন্দই অন্যরকম। আমরা প্রতিবছর এ আয়োজন করে থাকি। আমাদের খুবই ভালো লাগে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply