
বুধবার (৬ জুন) ভোরে সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাঘাজুড়ী গ্রামের শংকর বিশ্বাসের মাছের ঘেরে চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
পূর্ব শত্রুতার জের ধরে গোপালগঞ্জে ঘেরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। ঘের মালিক শংকর বিশ্বাস বলেন, রাতে কে বা কারা আমার মাছের ঘেরে বিষ প্রয়োগ করেছে। সকালে প্রতিবেশিরা ঘেরে মাছ ভাসতে দেখে আমাকে খবর দেয়। পরে পুকুরে গিয়ে দেখি মাছ মরে পানিতে ভেসে রয়েছে। বাকি যে মাছগুলো বেঁচে ছিলো তা ধরে অন্য পুকুরে ছাড়লেও তা বাঁচানো যায়নি। এতে আমার প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।
এ ঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছি। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শত্রুতা মানুষে মানুষে থাকতেই পারে। সেটির সমাধানও থাকবে। তবে এই শত্রুতার জেরে নিরীহ মাছগুলোর এভাবে করুণ মৃত্যু কতটা যুক্তিযুক্ত? কবে এসব বিবেক বর্জিত কাজ থেকে আমরা বেরিয়ে আসতে পারব?
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply