
বিশিষ্ট রাজনীতিক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান পরিচালক নির্বাচিত হয়েছেন। অফিস বিয়ারস ইলেকশানের মাধ্যমে তিনি পরচালক নির্বাচিত এবং মনোনীত হন। এফবিসিসিআই সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল এই নির্বাচন হওয়ার কথা ছিল। তবে সভাপতি পদে শেখ ফজলে ফাহিমের বিপরীতে আর কেউ প্রার্থী হননি। আবার সংগঠনটির যে ৪২টি পরিচালক পদে ভোট হওয়ার কথা ছিল, সেখানেও মনোনয়নপত্র জমা পড়েছে মোট ৪২টিই। ফলে প্রথমবারের মতো এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোটারদের এবার ভোট দিতে হচ্ছে না। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর আগে ২০১৭ সালের নির্বাচনে মো. শফিউল ইসলাম মহিউদ্দিনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছিলেন।
নির্বাচনী বোর্ডের সদস্য কে এম এন মঞ্জুরুল হক গণমাধ্যমকে বলেন, ‘যাচাই-বাছাই শেষে আগামী ৪ এপ্রিল প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।’
জানা যায়, এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদে মোট পরিচালক পদ ৭২টি। এসব পদের মধ্যে ৪২টিতে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেন সাধারণ সদস্যরা। বাকি ৩০টি পদের দায়িত্ব পান দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠন থেকে মনোনীতরা। এরপর নির্বাচিত ও মনোনীত পরিচালকরা ভোট দিয়ে পরবর্তী সময়ে সভাপতি ও সহসভাপতি নির্বাচন করেন। দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য সংগঠনের নেতা হিসেবে এই ব্যবসায়ী নেতা শরিফুল ইসলাম রমজান পরিচালক নির্বাচিত হন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply