
শেরপুরের শ্রীবরদী সীমান্তের গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ এপ্রিল) দিবাগত ভোর রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বালিজুরি সদর বিটের সোনাঝুড়ি টিলার জঙ্গল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় লোকজন সোনাঝুড়ি টিলার একটি জঙ্গলে অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ গভীররাতে মরদেহটি উদ্ধার করে বুধবার (৩ এপ্রিল) মরদেহটি ময়না তদন্তের জন্যে জেলা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় থানায় একটি মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
এসআই শফিকুল ইসলাম জানান, বনের পশুরা মরদেহটির মুখ ও মাংসসহ এক হাত খেয়ে ফেলেছে। তার পরনে ছিল হাফপ্যান্ট। গায়ে কোনো কাপর ছিলনা। তবে পাশে একটি লুঙ্গি ছিল। ধারনা করা হচ্ছে ১০/১২ দিন যাবত মরদেহটি এখানে ফেলে রাখা হয়েছে।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রহুল আমিন তালুকদার বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। তদন্ত অব্যাহত রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply