
দিনাজপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে বুধবার (২৮ নভেম্বর) দুই মন্ত্রী, এক হুইপ, এক নারী প্রার্থীসহ আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি ও অন্যান্য রাজনৈতিক দলের মোট ৫৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানকারী দুই মন্ত্রীর
মধ্যে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। হুইপ ইকবালুর রহিম এমপি। তবে দিনাজপুর-৬ আসনে একমাত্র নারী প্রার্থী শাহিদা খাতুন মনোনয়নপত্র দাখিল করেছেন। দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. মাহমুদ হাসান জানান, জেলার ৬টি আসনে মোট ৫৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, এবারে দিনাজপুর জেলার ৬টি আসনে ৭৯১টি কেন্দ্রে মোট ২২ লাখ ৬ হাজার ৪৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লাখ ৬ হাজার ৮৬ জন ও মহিলা ভোটার ১১ লাখ ৩৫৪ জন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply