
ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার পুরাতন ফেরীঘাট গোয়ালীমান্দ্রা রাস্তার ব্রীজের সামনে থেকে সাড়ে ৪ কেজি গাজাসহ মনির হোসেন (৩৫) নামে এক মাদক ব্যাসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৯ আগস্ট) গভীর রাতে র্যাব-১১, মুন্সীগঞ্জ সিপিসি-১ কোম্পানী কমান্ডারএএসপি মোঃ মহিতুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জ বিভাগীয় সহকারী পরিচালকএসএম সাকিব হোসেনের নেতৃত্বের্যাবেরএকটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েমনির হোসেনকে গ্রেফতার করেন।এসময় তার কাছ থেকে সাড়ে ৪ কেজি গাজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার র্যাবএক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদেরজানান,মাদক ব্যবসায়ী মনির হোসেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার মালখানগর গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে।উদ্ধারকৃত গাজার আনুমানিক মূল্য ৫৪ হাজারটাকা। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী মনির হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টির অধিক মামলা রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply