
সরকারি ক্রয়ের ক্ষেত্রে অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি।
রোববার (৩১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বৈঠকে এ পরামর্শ দেয়া হয়।
একাদশ জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রুস্তম আলী ফরাজী এমপির সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- আবুল কালাম আজাদ এমপি, মো. আব্দুস শহীদ এমপি, মো. আফছারুল আমীন এমপি, মো. শহীদুজ্জামান সরকার এমপি, সালমান ফজলুর রহমান এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,জহিরুল হক ভূঁঞা মোহন এমপি, মনজুর হোসেন এমপি, আহসানুল ইসলাম (টিটু) এমপি এবং মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয় ও এর বিভিন্ন সংস্থার ৮টি অডিট আপত্তি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।অডিট আপত্তি দ্রততম সময়ে নিস্পত্তির লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও সিএন্ডএজির কর্মকর্তাদের সমন্বয়ে দু’টি কমিটি গঠন করা হয় এবং কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দাখিলের সুপারিশ করা হয়।
কমিটি সরকারি ক্রয়ের ক্ষেত্রে অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দেয়। এছাড়াও কমিটি যে কোনো সরকারি ক্রয়ের ক্ষেত্রে সঠিকভাবে বাজার যাচাই এর সুপারিশ করে ।
বৈঠকে অডিট আপত্তি দাখিলের আগে সিএন্ডএজিকে আপত্তি যথাযথ কিনা সেটা নিশ্চিত করে দাখিল করার সুপারিশ করা হয়।
বৈঠকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, ডেপুটি সিএন্ডএজি মো. গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. কনক কান্তি বড়ুয়া, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিএন্ডএজি কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply