
কিশোরগঞ্জে তিন দিনের সফরে রয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এই কর্মসূচির প্রথম দিন ৮ অক্টোবর, সোমবার গুরুদয়াল কলেজ মাঠে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। এ অনুষ্ঠানে বক্তৃতায় সরকারি বরাদ্দ আত্মসাৎ করবে না এমন নেতাদের জনপ্রতিনিধি হিসেবে বাছাই করে নেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
দেশের সার্বিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে যে দল কাজ করবে, আগামী নির্বাচনে সেই দলকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির চেয়ারে বসে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিতে পারি না। তবে কাজের বিনিময়ে খাদ্যসহ সকল উন্নয়ন প্রকল্পের নামে সরকারি বরাদ্দ যেন কেউ আত্মসাৎ করতে না পারে, এমন লোকদের নির্বাচিত করা উচিত।’
রাষ্ট্রপতি সাধারণ জনগণের প্রতি সম্মান দেখাতে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘জনগণই রাষ্ট্রক্ষমতার প্রকৃত উৎস। জনগণকে সম্মান দেখাতে হবে এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।’
রাষ্ট্রপতি দেশ ও দেশের জনগণের বৃহত্তর স্বার্থে আগামী সাধারণ নির্বাচনে ভালো প্রার্থীকে দলের মনোনয়ন দিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান।
জনগণের কাছে দোয়া চেয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমার বাকি জীবন দেশের ও জনগণের কল্যাণে ব্যয় করতে চাই।’
কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, আফজাল হোসেন এমপি, সোহরাব উদ্দিন এমপি, দিলারা বেগম আসমা এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এম এ আফজাল, রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজের পরিচালক রাসেল আহমেদ তুহিন ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুব পারভেজ প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply