
সরিয়ে দেয়া হয়েছে রাজধানীর মালিবাগে অবস্থিত পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানকে। বৃহস্পতিবার (২ মে) বিকালে পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানা গেছে।
পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে অতিরিক্ত মহাপরিদর্শক শেখ হিমায়েত হোসেন মিয়াকে বদলি করা হয়। একই সঙ্গে অনতিবিলম্বে প্রজ্ঞাপন কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে। তবে সিআইডির নতুন দায়িত্ব কাকে দেয়া হয়েছে, সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ হেড কোর্য়াটারের সংশ্লিষ্ট কর্মকর্তা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply