
পরোয়ানার আসামি গ্রেপ্তারে চট্টগ্রামের কোতোয়ালী থানা পুলিশকে সহযোগিতা করতে গিয়ে আহত হয়েছিলেন পথচারী মো. কফিল উদ্দিন; এই সাহসী কর্মের স্বীকৃতি হিসেবে তাকে বুধবার পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়েছে পুরস্কার।
এর আগে গত বছরের ১১ ডিসেম্বর ভোররাতে কোতোয়ালী থানাধীন শুঁটকিপট্টি কলাবাগিচা এলাকায় ৮টি মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. আজাদকে (৩০) ধরতে যায় পুলিশের একটি দল।
এ সময় কিরিস নিয়ে আজাদের অতর্কিত আক্রমণে কনস্টেবল রাসেল মিয়া গুরুত্বর আহত হন। পুলিশকে আক্রান্ত হতে দেখে সে সময় এগিয়ে যান পথচারী কফিল উদ্দিন। তখন কফিলকেও কোপ দেন আজাদ।
এরপরও পিছু না হটে আজাদকে গ্রেপ্তার ও কনস্টেবল রাসেলকে হাসপাতালে পাঠাতে ভূমিকা রাখেন কফিল উদ্দিন। এমন সাহসিকতার জন্য কফিলকে পুরস্কৃত করতে চট্টগ্রামের পুলিশ কমিশনার বরাবর গত ৬ জানুয়ারি আবেদন জানান কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
এ বিষয়ে ওসি মহসীন বলেন, ‘পুলিশ সদস্যরা এভাবে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত কাজ করে থাকে। নিজের জীবন বাজি রেখে যিনি অন্যকে বাঁচালেন, তিনি দেশের গর্ব।’
‘সাহসিকতার স্বীকৃতি হিসেবে কফিল উদ্দিনকে বুধবার মাসিক অপরাধ সভায় পুরস্কৃত করেছেন আমাদের কমিশনার স্যার।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply