
নেত্রকোনার মোহনগঞ্জ-গাগলাজুর সড়কে ১৬ কিলোমিটার জিসি রাস্তা, যা তেতুলিয়া-গাগলাজুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার। প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে জিসি উন্নয়ন প্রকল্পে রাস্তাটির সংস্কার কাজ গত বছর শুরু হয়। মাত্র একমাস আগে শেষ হয়েছে এর সংস্কার কাজ। আর এই একমাসেই চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে এই সড়ক।
সড়কটিতে বিভিন্ন অংশে ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের। বর্তমানে মরণফাঁদে পরিণত হয়েছে সড়কটি। ক্ষোভ প্রকাশ করে এখন সাড়ে তিন কোটি টাকার হিসেব খুঁজছেন স্থানীয়রা।
সামান্য বৃস্টি হলেই বড় বড় গর্তে পানি জমে প্রচুর কাঁদার সৃস্টি হয়। এতে জনগণের চলাচলের মারাত্মক বিঘ্ন সৃস্টি হয়। এছাড়াও যানবাহন চলাচলে অবর্ণনীয় দুর্ভোগের শিকার হচ্ছে সধারন মানুষ।মোহনগঞ্জ-গাগলাজুর সড়কের জিসি উন্নয়ন প্রকল্পের সড়কটি গেল বছর সংস্কার কাজ শুরু হয়ে কয়েক মাস আগে শেষ হয়েছে। প্রায় সাড়েতিন কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজটি শেষ হলেও কাজের ব্যাপারে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্ন মানের কাজ করায় অচিরেই সড়কটি ভেঙ্গে পড়েছে বলে জানায় এলাকাবাসী।
কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদাররা নিম্ন মানের কাজ করায় সড়কের এই দশা। অচিরেই মেরামতের দাবী জানান তারা। মোহনগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী মাহমুদ জানান, তেতুলিয়া-গাগলাজুর সড়কটি ভেঙ্গে গিয়ে বেহাল দশা হয়েছে পড়েছে। এতে জনগণ ভোগান্তিতে পড়েছে। তবে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ব্যাপারে এলজিইডির মোহনগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মাহবুবুল আলম মুঠোফোনে জানান, এ কথা সত্য নয়। আমি ময়মনসিংহ মিটিংয়ে আছি পরে কথা বলবো।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply