
বিভিন্ন ঘাত প্রতিঘাত শেষে, নানাজনের নানা মত উপেক্ষা করে সংশয় কাটিয়ে শেষ পর্যন্ত নির্বাচনে আসছে বিএনপি। তবে মূল চ্যালেঞ্জ এখনও সামনে।
এবার সিলেট সদরসহ জেলা ৬টি আসন উদ্ধারে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে বিএনপি। নিজ দলের একক প্রার্থী নির্বাচন ও শরিকদের সাঙ্গে সমঝোতায় পৌঁছতে না পারার প্রভাব পড়বে নির্বাচনে।
একাদশ নির্বাচনের জন্য জেলার ৪টি আসনে একাধিক প্রার্থীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। যে দুটি আসনে বিএনপির একক মনোনয়ন দেয়া হয়েছে সেখানে শরিক জামায়াত ছাড়াও অন্যরা প্রার্থী দিয়েছেন বলে জানা গেছে।
কোনো কোনো আসনে বিএনপির একাধিক প্রার্থীর সাঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছেন শরিক দলের মনোনয়ন প্রত্যাশীরা। সব মিলিয়ে সিলেটের ৬টি আসনে শেষ পর্যন্ত কে বিএনপির নেতৃত্বাধীন জোট ও ঐক্যফ্রন্টের একক প্রার্থী দেয়া সম্ভব হবে কিনা এ নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
জেলার ৬টি আসনে ভোটযুদ্ধে কারা থাকছেন এর প্রকৃত চিত্র পেতে অপেক্ষা করতে হবে আগামী ৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত।
অতীত পরিসংখ্যান ও প্রতি আসনে শরিকদের নিয়ে একক প্রার্থী নির্বাচন করতে না পারায় অনেকটা হ-য-ব-র-ল অবস্থায় রয়েছেন দলীয় নেতাকর্মীরা। ফলে প্রতিপক্ষের সঙ্গে ভোটযুদ্ধে নামার আগে একক প্রার্থী নির্বাচনটাই আরেক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিএনপি হাইকমান্ডের সামনে।
মর্যাদাপূর্ণ সিলেট-১ (সিটি কর্পোরেশন-সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী অর্থমন্ত্রীর ছোট ভাই ড. এ কে আবদুল মোমেনকে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। তার বিপরীতে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার পুত্র ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব। এ আসনে লুনার প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দিলে বিকল্প প্রার্থী রাখা হয় তার অর্ণবকে।
এছাড়া জোটের শরিক খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী জমিয়তে উলামায়ে ইসলামের কাজী আমিন উদ্দিন এবং গণফোরামের কেন্দ্রীয় নেতা মোকাবিবর খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই আসনটি আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে জাতীয় পার্টির বর্তমান এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়াকে।
চ্যালেঞ্জ মোকাবেলা করে ভোটযুদ্ধে প্রতিপক্ষকে ঘায়েল করতে বিএনপি কতটুকু সফল হবে তা সময়েই বলে দেবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply