
মো জাহেদ হাছান তালুকদার রাংগুনীয়া প্রতিনিধি: আনজুমান -এ এছলাহে ত্বরিকত বাংলাদেশ এর ব্যবস্থাপনায় পোমরা নঈমীয়া তৈয়্যবীয়া ফাজিল মাদ্রাসার হলরুমে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে শাহ সূফি সৈয়দ মাওলানা গোলামুর রহমান মাইজভান্ডারী (ক.) বার্ষিক ওরশ উপলক্ষে কুরআন তেলাওয়াত, হামদ্-নাত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্টানে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা নঈম উদ্দিন নঈমী।
প্রধান অতিথি ছিলেন নজির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মাওলানা নঈমুল হুদা মাইজভান্ডারী। উদ্বোধনী বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ফেডারেশন অব আহলে সুন্নাত অর্গানাইজেশনের প্রধান উপদেষ্টা জোনাইদুল আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী মাওলানা আবু তৈয়ব হামিদী, সহকারী অধ্যক্ষ আল্লামা আলতাফ হোসাইন, আরবী মুদাররিস মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মুহাম্মদ ইয়াকুব আলী, মাওলানা মিনহাজুল ইসলাম, মাওলানা ফজলুল করিম, পোমরা জামেয়া নঈমীয়া তৈয়্যবীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক নাজিরুল ইসলাম, পোমরা শহীদ জিয়া নগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ ফয়সাল আলম, রেজাউল করিম মাইজভান্ডারী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply