
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার আব্দালপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের লক্ষীপুর হাসানবাগ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করেছে ঝাউদিয়া গ্রামের রাজু আহমেদ(২০)।
এই ঘটনায় ইবি থানা পুলিশ ধর্ষক রাজুকে আটক করে কোর্ট হাজতে প্রেরণ করেছে। জানা যায়, ইবি থানার রাজাপুর গ্রামের ওই স্কুল ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে ঝাউদিয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে রাজু রাস্তার মধ্যে দীর্ঘদিন যাবৎ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।
এক সময় ওই স্কুল ছাত্রী লম্পট রাজুর বিয়ের প্রলোভনে সম্পর্ক গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় গত ৪ই অক্টোবর ওই স্কুল ছাত্রী তার চাচাত বোনের বাড়িতে বেড়াতে যায়।
রাতের খাওয়া শেষে সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন লম্পট রাজু কৌশলে ওই স্কুল ছাত্রীর শোবার ঘরে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় ওই ছাত্রীর আত্মচিৎকারে আশে পাশের লোক ছুটে আসলে লম্পট রাজু ঘর থেকে বের হওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা লম্পট রাজুকে ধরে তাকে ইবি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
পুলিশ এই ঘটনায় একটি মামলা করে। এবং আটক লম্পট রাজুকে কুষ্টিয়া কোর্ট হাজতে প্রেরণ করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply