
১৪-০৮-১৮ ইং রবিবার নাটোর সদরের ৭নং হালসা ইউনিয়নে মোট ১৯৫২ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ কে সামনে রেখে ২০ কেজি করে ভিজি,এফ এর চাউল বিতরন করা হল।
এসময় উপস্থিত ছিলেন জনাব আলী আশরাফ,উপজেলা শিক্ষা অফিসার, চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম প্রাং,০৭ নং হালসা ইউপি,আব্দুর রাজ্জাক,সচিব অত্র ইউপি ও সকল সদস্য বৃন্দ।
হতদরিদ্র পরিবারের মাঝে সঠিক মাপ করার জন্য ডিজিটাল মাপ যন্ত্র ব্যবহার করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি//আমিরুল ইসলাম//নাটোর প্রতিনিধি
Leave a Reply