
গেলো ১০ বছরে দেশের পরিবর্তনের মূল্যায়ণ জনগণকেই করতে হবে, বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রতী শেখ হাসিনা। বাংলাদেশ রাজনৈতিক কূটনীতির পরিবর্তে এখন অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য একটি ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে পেরেছে সরকার । বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার এন্ড লেদার গুডস
ইন্টারন্যাশনাল সোর্সিং শো ব্লিস এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। দেশের ভেতরে নিজস্ব বাজার সৃষ্টির পাশাপাশি বিদেশেও বাজার সম্প্রসারণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী।
বলেন বাজার সম্প্রসারণে বিদেশে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের আরো জোরালো ভূমিকা পালন করতে হবে । চামড়া শিল্পের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতা দিয়ে যাচ্ছে উল্লেখ করে শেখ
হাসিনা জানান, আগামিতে ক্ষমতায় আসতে পারলে রাজশাহী ও চট্টগ্রামে আরো দুটি ট্যানারি ও চামড়া শিল্প পার্ক তৈরি করা হবে। অনুষ্ঠানে ডিজিটাল বাংলাদেশ, ব্যবসা বাণিজ্যের পরিবেশ তৈরি করা, মানুষের জীবনমান উন্নত করা সহ বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ/আমিরুল ইসলাম
Leave a Reply