
লায়ন এয়ার বোয়িং ৭৩৭ বিমানটি ১৮৮ যাত্রী নিয়ে আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬:২০ মিনিটে ফ্লাইট জেটি ৬১০ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা বিমান বন্দর থেকে দেপাতি আমির বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়ন করে। এক ঘন্টা পর অবতরণ করার কথা ছিল পেংকাল পিনাং এলাকার দেপাতি আমির বিমান বন্দরে ।
কিন্তু ১৩ মিনিট পর কর্তৃপক্ষ বিমানটির সাথে যোগাযোগ হারিয়ে ফেলে।
কর্তৃপক্ষ একটা সংবাদ সম্মেলনে জানিয়েছে বিমানটিতে ১৭৮জন প্রাপ্তবয়স্ক, তিনজন শিশু, দুইজন পাইলট এবং পাঁচজন কেবিন ক্রু ছিল।
ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান জানিয়েছেন ঐ বিমান থেকে মানুষের ব্যবহার করা ব্যক্তিগত জিনিসপত্র সাগরে ভাসতে দেখা গেছে।
সূত্রঃ বিবিসি
Leave a Reply