
গত ২১ সেপ্টেম্বর রাত ৮টার সময়। রাজধানীর মিরপুর ২ নম্বরের রাইনখোলায় ঝিলপাড় বস্তিতে মাদক ব্যবসা চলে। সে এলাকায় মাদক কিনতে গিয়ে জাকির হোসেন (৩৫) নামে এক মাদকসেবী খুন হয়। নিহত জাকির পরিবহন শ্রমিক ছিল।
জানা যায়, ইয়াবা কেনার সময় ২০ টাকা কম দেওয়ায় জাকিরকে ছুরিকাঘাত করে হত্যা করে মাদক ব্যবসায়ী বুলেট। এ ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হলেও মূল আসামি বুলেট পলাতক রয়েছে।
ঘটনার পরদিন নিহত জাকিরের মা আলেয়া বাদী হয়ে শাহআলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই ঘটনায় সন্দেহভাজন দুই আসামি রুবেল ও লিটনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
নিহত জাকির যশোরের মোল্লাপাড়া গ্রামের উকিল উদ্দিনের ছেলে। স্ত্রী সাহিদা ও এক শিশুসন্তানকে নিয়ে সে মিরপুরের চলন্তিকা মোড়ে ট-ব্লকের একটি বাড়িতে ভাড়া থাকতো। সে মিরপুর চিড়িয়াখানা রোডে ৭ নম্বর বাসের চালক ছিল।
তদন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রুবেল ও লিটন জানায়, বুলেটের কাছ থেকে ইয়াবা কিনতেই জাকির বস্তিতে এসেছিল। সেখানে ইয়াবার টাকা কিছু কম দেওয়ায় দুজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর ক্ষিপ্ত হয়ে বুলেট তার সঙ্গে থাকা ছুরি দিয়ে জাকিরের বুকে আঘাত করে।’
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বুলেট ইয়াবা ট্যাবলেট বিক্রি ও সেবন দুটোই করতো। তার সঙ্গে রুবেলও জড়িত ছিল। এছাড়াও মিরপুর ২ নম্বর সেকশনের ঝিলপারের বস্তিতে বুলেট থাকতো না। সেখানে রুবেল একটি ঘরে বসবাস করে। আর এই বস্তিতে রুবেলের ঘরেই তারা ইয়াবা সেবন করতো। প্রায় প্রতিদিনই বুলেট ইয়াবা নিয়ে রুবেলের ঘরে আসতো। তারা দুজন মিলে সেবন করতো। এদিকে বুলেটের কিছু কাস্টমার ছিল, যারা বুলেটের কাছ থেকে ইয়াবা কিনতো।
মাদক সেবন প্রাণঘাতী। কেবল মাত্র এসবের ক্রেতা-বিক্রেতা নয়, মাদক ব্যবসায়ীদের ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ মোঃ মোস্তফা কামাল
Leave a Reply