
আফজাল মাহমুদ, খোকসা, কুষ্টিয়া প্রতিনিধি: ২ বছর ইন্টার্নশিপের প্রস্তাবনা বাতিল এর দাবিতে কুষ্টিয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত।আজ সকাল ১০ টাই কুষ্টিয়া মেডিকেল কলজের অস্থায়ী ক্যাম্পাস এর সামনে শিক্ষার্থীরা এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তারা বলেন সরকারি নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে একটি মেডিকেল শিক্ষার্থীকে পাঠ্যপুস্তকের অধ্যয়ন শেষে ২ বছর ইন্টার্নি(শিক্ষানবিশ প্রশিক্ষণ) করতে হবে যার প্রথম বছর মেডিকেল কলেজ হাসপাতাল বা জেনারেল হাসপাতালে ও পরের ১ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু এমন শর্ত মানতে রাজি নন শিক্ষার্থীরা তারা বলেন অন্যান্য রাষ্ট্রের যেখানে ছয় থেকে আট বছরের মধ্যে গ্রাজুয়েশন শেষ করে পূর্ণাঙ্গ ডাক্তার হিসেবে বিভিন্ন হাসপাতালে
চিকিৎসায় নিয়োজিত আছে,কিন্তু বাংলাদেশের পেক্ষাপটে দুই বছর ইন্টারনি সহ গ্রাজুয়েশন শেষ করতে মোট সময় লাগবে আট বছর, এছাড়াও যারা মেডিকেলে পড়াশোনা করে তারা ইন্টার্নি করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবহন ও নিরাপত্তা ঝুঁকিতে থাকবে অনেকটা। বিশেষ করে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্টার্নি করতে গেলে মেয়েরা বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকবে। তাই আমাদের একটাই দাবি দুই বছর ইন্টারনি প্রজ্ঞাপন থেকে বাদ দেয়া হোক।এসময় সাধারণ শিক্ষার্থীরা আরো বলেন বাংলাদেশের অনেক উপজেলা তে এখোনও অনেক মেডিকেল পোস্ট ফাকা আছে কিন্তু আমাদের মতো ইন্টার্নশিপ শিক্ষার্থীদের দিয়ে সেখানে চিকিৎসা কার্যক্রম এর মাধ্যমে কোন ডাক্তার নিয়োগ দেওয়া হচ্ছে না এতে ইন্টার্নশিপ ডাক্তারদের মনোবল ভেঙে যাচ্ছে এবং সেখানে
উচ্চপর্যায়ের কোন ডাক্তার এর নিয়োগ না থাকাই সঠিক রোগ নির্ণয় থেকে ইন্টার্নশিপ চিকিৎসকরা পিছিয়ে পড়বে।এসময় মানব বন্ধন এ অংশগ্রহণ করা শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে বলেন উপজেলায় পোস্ট খালী ইন্টার্নশিপ কেন হবে বলি, প্রশাসন এর প্রজ্ঞাপন মানিনা মানবোনা, কুচক্রী মহল এ কাল হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও,জেগেছে রে জেগেছে কুষ্টিয়া মেডিকেলের শিক্ষার্থীরা জেগেছে, লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে। এসময় মেডিকেল এর শিক্ষার্থীরা বলেন আমাদের দাবী যদী প্রশাসন না মানে তাহলে আমরা আরো কঠো আন্দোলনে যেতে বাধ্য হবো।মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র শাওনুজ্জামান শাওন, সজিবুর রহমান,সবুজ রানা,আতিক রাব্বানী রাশহা নিলয়। উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন ইন্টার্নি চিকিৎসক পরিষদ কুষ্টিয়া মেডিকেল কলেজে শাখার ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সভাপতি আসহাব শাহারিয়ার টমাস,২০১৯-২০ শিক্ষাবর্ষের সভাপতি হোসেন মোহাম্মদ আরজু সহ সকল বর্ষের ছাত্র-ছাত্রীবৃন্দ।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply