
সিলেট ৪ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন অধ্যাপক মনোজ কুমার সেন। তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কোদাল মার্কা নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
১৪ দলীয় জোট সূত্র থেকে জানা গেছে, আসন্ন নির্বাচনে তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন।
মনোজ কুমার সেন একজন প্রগতিশীল বুদ্ধিজীবী হিসেবে জাতীয়ভাবে সুপরিচিত। তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তার বড়ভাই ব্রিগেডিয়ার জেনারেল (অব) জয়ন্ত কুমার সেন মুক্তিযুদ্ধ করেছেন।
মনোজ কুমার সেন বলেন, আমি আমার চাকরি জীবনে অধ্যাপক হিসেবে স্বাধীনতার স্বপক্ষে দেশের উন্নয়নে শিক্ষার্থীদের নিজেদের নিয়োজিত করার স্বপ্নদেখা শিখিয়ে এসেছি। এখন আমার অবসর জীবনে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কিছু করতে চাই। নিজেকে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করতে চাই।
মুক্তিযুদ্ধের স্বপক্ষের এসকল বুদ্ধিজীবি ব্যক্তিরা ক্ষমতায় এলে দেশের উন্নয়ন কিছুটা ত্বরান্বিত হতে পারে। তবে দিন শেষে জনগনই ঠিক করবে, কাকে তারা ক্ষমতায় দেখতে চায়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ সাহাজুল ইসলাম
Leave a Reply