
একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত, সংসদ সদস্য পদপ্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুলকে ,
আগামী ৩০ তারিখ নির্বাচনে বিজয়ী করার লক্ষে, নাটোর উপজেলা ছাত্রলীগের ক্যাম্পেইন।
গত কয়েক দিন ধরে সকাল থেকে শুরু করে সারাদিন নাটোর জেলা ছাত্রলীগের আওতাধীন রাণী ভবাণী সরকারি মহিলা কলেজ শাখার, সভাপতি কুহেলি সুলতানা নিতুর নেতৃত্তে সাধারন সম্পাদক মোবাশ শিরিন বিনতে আকরাম শিমলা, প্রিয়া, জান্নাত, নিশাত সহ সকল নেতৃবৃন্দের ভোট পার্থনা অব্যহত রয়েছে ।

নৌকার প্রচারণায় ছাত্রলীগ নেতাকর্মীরা
বড় হরিশপুর,হালসা,গকুলনগর পান মুকাম সহ নাটোর সদর থানার বিভিন্ন গ্রামের প্রান্তিক গ্রাম্য মহিলাদের ও তরুণদের কাছে নৌকার উন্নয়নের কথা তুলে ধরে নৌকার দোয়া প্রার্থনা করছেন।
সদর উপজেলার বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোট চায় নেতা কর্মীরা। তারা বলেন, প্রত্যেক গ্রামকে শহর করার এই প্রত্যয় আপনাদের নিইয়ে আমরা গড়বো আমাদের নাটোর,
তাই আগামী ৩০ তারিখ শফিকুল ইসলাম শিমুল কে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে আরো শক্তি শালী করতে হবে।তাই সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দেয়ার অনুরোধ করেন তারা।
Leave a Reply