
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-২ আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম শিমুলকে বিজয়ী করার লক্ষে সদর থানার ৭ নং হালসা ইউ,পির নেতাকর্মীরা নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মিছিল করেছেন। আজ শনিবার সন্ধ্যায় উপজেলা যুব-লীগের সিনিয়র সহ-সভাপতি ও হালসা বাজার
বণীক সমিতির সভাপতি, মোঃ দেলোয়ার হোসেন দেলুর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থকরা উপজেলা সদরের হালসা উচ্চ বিদ্যালয়ের মুল গেট থেকে নৌকার পক্ষে একটি বিশাল মিছিল বের করেন।
পরে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে হাসপাতাল রোডস্থ হয়ে আবার হালসা উচ্চ বিদ্যালয়ের সামনে নৌকার নির্বাচনী কার্যালয়ে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা যুব-লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউ,পি সদস্য ও সভাপতি ৪ নং ওয়ার্ড আ-লীগ নুরুল ইসলাম (লাম), হিন্দু , বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণপদ কর্মকা্র্,
ইউপি আ-লীগের সিনিয়র সহ-সভাপতি আক্কেল আলি প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেন, এখন আর আমাদেরকে ঘরে বসে থাকার সময় নেই। এমনকি নৌকার প্রার্থী কে হয়েছেন তাও দেখার সময় নেই। আমরা চাই নৌকার বিজয়। আর নৌকার বিজয় মানেই জন নেত্রী শেখ হাসিনার বিজয়। নৌকার বিজয় মানেই আ.লীগের বিজয়। তাই আমাদেরকে সকল ভেদাবেদ ভুলে সকলেই ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করে জন নেত্রী শেখ হাসিনার বিজয়কে নিশ্চিত করতে হবে।
Leave a Reply