
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর প্রত্যাশার প্রতিফলন হয়েছে। দেশের মানুষ সুস্পষ্ট রায় দিয়েছে, দেশটি কার হাতে পরিচালিত হবে। দেশ পরিচালিত করবে তারাই– যারা স্বাধীনতার পক্ষের শক্তি এবং যারা উন্নয়ন করবে। দেশবাসীর বিশ্বাস ছিল, সরকার পরিবর্তন হলে চলমান উন্নয়ন প্রকল্প সেগুলো আর বাস্তবায়িত হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা আগামী পাঁচ বছরে এতো উন্নয়ন করবো যা এ দেশের মানুষ কল্পনা করেনি।’ কথাগুলো বলেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
বুধবার (২ জানুয়ারি, ২০১৯) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দেশের মানুষ আমাদের আরেকবার সুযোগ দিয়েছে সেবা করার। আমরা সুযোগ পেলাম চলমান প্রকল্প বাস্তবায়ন করার। এই নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশার লেভেল অনেক বড় হয়েছে। তারা বিশ্বাস করে, আমরা পারব। আমি আপনাদের সামনে রেখে বলতে পারি, প্রধানমন্ত্রী কখনও ব্যর্থ হননি,এবারও ব্যর্থ হবেন না। যত বড় প্রত্যাশার লেভেলই দেশের মানুষের হোক, তিনি সেই প্রত্যাশার লেভেল স্পর্শ করবেন।’
তিনি বলেন, ‘নির্বাচনের কারণে আশঙ্কা ছিল, ডিসেম্বরে মূল্যস্ফীতি বাড়বে, কিন্তু বাড়েনি। নির্বাচনে দুধ ও চিনির প্রয়োজনীয়তাই সবচেয়ে বেশি হয়। কিন্তু এ সময়ে এ দুটি পণ্যের দাম ছিল যেকোনও সময়ের তুলনায় কম। চিনির দাম গত ১০ বছরের মধ্যে বিশ্ববাজারে সবচেয়ে কম ছিল। গত মাসের তুলনায় চলতি অর্থ বছরের ডিসেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার কমে হয়েছে ৫ দশমিক ৩৫ শতাংশ। নভেম্বর মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ছিল ৫ দশমিক ৩৭ শতাংশ।’
মন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের সবচেয়ে সফল মানুষ। তিনি যে পরিমাণ উন্নয়ন করেছেন এদেশের মানুষের জন্য, সেই উন্নয়নের হাত ধরেই আমরা বিজয়ী হবো। আমি এও বলেছিলাম, দেশের মানুষের জন্য তিনি এতটাই উন্নয়ন করেছেন, কেউ যদি ইচ্ছাও করে তার বিরুদ্ধে অবস্থান নেবে, আমার বিরুদ্ধে অবস্থান নেবে; তা নিতে পারবে না। ভোটকেন্দ্রে গিয়ে তারা আমাদেরকেই ভোট দেবে। যদি ভোট দিতে না চায়, তাহলে তাদের মন বলবে, এটা অন্যায় হয়েছে। তাদের হাত কাঁপবে। এটা কিন্তু প্রমাণ হয়েছে।’
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী যাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, তাতেই আমরা খুশি। তিনি না দিলেও দেশের উন্নয়নে আমরা কাজ করব।’
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply