
রাজধানীর বনানী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুইজন দগ্ধ হয়েছেন। তারা হলেন সাগর ও হিমেল। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে সাগর কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার গতিহাটি গ্রামের শামসুদ্দিন ভূঁইয়ার ছেলে। আর হিমেল একই গ্রামের জামাল উদ্দিনের ছেলে। তারা ইন্টারনেটের সরঞ্জাম তৈরির কাজ করতেন। মহাখালীর আমতলীর বনানীর দুই নম্বর সড়কের ৪৩ নম্বর বাড়ির ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন তারা।
দগ্ধদের বাড়ির মালিকের ছোট ভাই নয়ন সকাল সাড়ে নয়টার দিকে তার গৃহকর্মী রান্নাঘরে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে বিস্ফোরণ হয়। এতে দুইজন দগ্ধ হন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক জানান, দগ্ধদের মধ্যে সাগরের শরীরের ১৫ শতাংশ আর হিমেলের ৬৫ শতাংশ পুড়ে গেছে। হিমেলের অবস্থা আশঙ্কাজনক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগেই আগুন নিভে গেছে। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply