
নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি বাজারের ভাই-বোন ভ্যারাইটি স্টোরের স্বত্ত¡াধিকারী দেলোয়ার হোসেন অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রোববার দিবাগত রাতে ঢাকা থেকে ট্রেনে
বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হয়েছিলেন তিনি। দেলোয়ার হোসেন ঢাকার বিক্রমপুরের মৃত একলাছ শেখের ছেলে। তবে প্রায় দুই যুগ ধরে তিনি বাগাতিপাড়ার ঘোরলাজ গ্রামের মুন্তাজ আলীর বাড়িতে ভাড়া থেকে ব্যবসা করেন।
দেলোয়ার হোসেনের মেয়ে কেয়া জানান, রোববার দিবাগত রাত ১১টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে আন্তঃনগর ট্রেন পদ্মায় বাড়ি ফিরছিলেন তার বাবা দেলোয়ার। ট্রেনে ওঠার আগে মেয়ে কেয়ার সাথে ফোনে কথা বলেন। এরপর সোমবার ভোরে আব্দুলপুর
স্টেশনে নামার কথা থাকলেও সকাল সাড়ে আটটা পর্যন্ত তার খোঁজ মিলেনি। বারবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও বন্ধ পাওয়া যায়। পরে স্বজনরা রাজশাহী স্টেশনে খোঁজ নিলে সেখানকার স্টাফদের মাধ্যমে জানতে পারেন তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে রামেক হাসপাতালের ১৭ নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন। পরে পরিবারের লোকজন গিয়ে তাকে সনাক্ত করেন। তার মেয়ের ধারনা ট্রেনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তার বাবার কাছে থাকা সব টাকা-পয়সা খোয়া গেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply