
বাসের চাপায় পা হারানো রাসেল সরকারকে ৫০ লাখ টাকা দেওয়ার যে নির্দেশ হাই কোর্ট দিয়েছিল, বুধবার (১০ এপ্রিল) তার মধ্যে ৫ লাখ টাকা পরিশোধ করেছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। বাকি ৪৫ লাখ টাকা এক মাসের মধ্যে রাসেলকে বুঝিয়ে দিতে গ্রীন লাইনের মালিককে নির্দেশ দিয়েছে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ।
অর্থদণ্ড দিতে বিলম্বের কারণ হিসেবে মক্কেলের আর্থিক অবস্থার করেন গ্রীন লাইনের মালিকপক্ষের আইনজীবী। এর আগে বুধবার (১০ এপ্রিল) বিকাল তিনটার মধ্যে টাকা না দিলে হাইকোর্ট ব্যবস্থা নেবে জানালে ৫ লক্ষ টাকা দেয় কর্তৃপক্ষ।
গ্রীন লাইন পরিবহনের মালিক আলাউদ্দিনের আইনজীবী ওয়াজি উল্লাহ বলেছেন, ‘উনি (আলাউদ্দিন) আদালতের কাছে একটা নিবেদন করেছেন যে, তিন বছর ধরে তার ব্যবসায় ক্ষতির মুখে আছেন। সাড়ে তিন কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।’
আইনজীবী আরো জানান, আদালতের আদেশ পালনের জন্য এক মাস সময় চাওয়া হয়েছে। আদালত সময় মঞ্জুর করেছেন।

আদালতের নির্দেশ অনুযায়ী ক্ষতিপূরণের বাকি ৪৫ লাখ টাকা কবে দেয়া হবে সে বিষয়ে আইনজীবীর কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, আমার মক্কেলের আর্থিক অবস্থা ভালো না। তিনি এতো টাকা কিভাবে দেবেন। এটা তিনি আদালতকেও বলেছেন বিবেচনার জন্য।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply