
৯৯৯ এ ফোন পেয়ে রুমের ভিতর আটকে পড়া শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার রাতে রাজধানীর উত্তরার ১৪ নম্বরের একটি বাড়ির তৃতীয় তলা থেকে ৪ বছর বয়সী আয়ান খান নামের ওই শিশুকে উদ্ধার করা হয়।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শিশুটি আটকা পড়ার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই বাচ্চাটি রুমের ভেতরে কাঁদছে। তারপর অত্যাধুনিক যন্ত্র ডোর ওপেনার ব্যবহার করে ১০ মিনিটের মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করে তাকে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়।
জানা যায়, শিশুটির বাবা ও মা অন্য রুমে টিভি দেখছিল। শিশু বাচ্চাটি পাশের রুমে গিয়ে দরজা লক করে দেয়। পরে শিশুটিকে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করেও প্রতিবেশীরা উদ্ধার করতে পারিনি। এরপর ৯৯৯ এ কল দেয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply