
রাকিবুজ্জামান, রংপুর প্রতিনিধি: শংকরপুর পাঠান পাড়া, বদরগঞ্জে ১০০ টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করলেন বদরগঞ্জ আওয়ামী যুবলীগের আহবায়ক জনাব হাসান তবিকুর চৌধুরী পলিন। আরো উপস্তিত ছিলেন রংপুর পল্লি বিদ্যুৎ-২ এর উপ মহা ব্যবস্থাপক জনাব হামিদুর হক, স্থানীয় কমিশনার জনাব মোকছেদু ও স্থানীয় গন্য মান্য ব্যাক্তিবর্গ।
বিশেষ অতিথি জনাব হামিদুর হক সকল গ্রাহকদের অপচয় না করে সুষ্ঠভাবে বিদুৎ ব্যবহার এবং নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ এর আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে জনাব পলিন চৌধুরী জানান, জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে বাংলাদেশের প্রতিটি ঘরে বিদুৎ পৌছে যাবে, এবং সেই লক্ষেই কাজ করে যাচ্ছে পল্লি বিদ্যুৎ রংপুর-২ কার্যলয়।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply