
মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ২২ ফ্রেব্রুয়ারী রাজশাহীর জনসভা সফল করার লক্ষ্যে ১৫ ফ্রেব্রুয়ারী রাজশাহী র্বণালী সিনেমা হল মাঠে মাটে বিকাল ৫.০০ টায় রাজশাহী বিভাগের সকল জেলা ও মহানগর সমন্বয়ে বাংলাদশে আওয়ামী যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠতি হয়।
প্রধান অতথিরি বক্তবে যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলনে, যুবলীগ তারণ্য দীপ্ত মতো ভিক্তিকি যুক্তিবাদী সংগঠন। যুবলীগ রাজনীতিতে একটি নীতি নির্ধারণী সংগঠন। যিনি সৃষ্টিশীল তিনি যুবক। আর আমাদরে কাজ হচ্ছে সরকাররে উন্নয়ন চিত্র জনসাধারণরে সম্মুখে তুলেধোরা। আগামী নির্বাচন হচ্ছে একটি মহা পরীক্ষা। বাংলাদেশের সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন। পায়রা বন্দর পদ্মা সেতু হবে কিনা তার নির্বাচন। শিক্ষার্থীরা পহেলা জানুয়ারি বই পাবে কিনা? সেই সিদ্ধান্তটি বাংলাদেশের জনগণের মন থেকে নিতে হবে।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে জয় আনতে হলে আমরা কি পেলাম বা পেলাম না এবং নিজেদের মধ্যে সব বিভেদ ভুলে একযোগে কাজ করতে হবে। সর্বদা সত্যের জয় হয় একথা সত্য নয়, কখনও মিথ্যারও জয় হয়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কাজ করেছেন তার কোন প্রচার নাই। এগুলো ঘরে ঘরে প্রচার করতে হবে। শান্তি আনতে হলে, জনগণের অধিকার দিতে হবে। আমরা শুধু মানুষের সমর্থন চাই। পরামর্শ চাই না, আমাদের সাধারণ মানুষের পরামর্শ চাওয়ার অভ্যাস করতে হবে।
রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলীর সভাপতিত্বে ও জেলা যুবলীগ সভাপতি মোঃ আবু সালেহ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, আব্দুস সাত্তার মাসুদ, আনোয়ারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, ডঃ সাজ্জাদ হায়দার লিটন, মোঃ আশরাফ হোসেন নবাব এবং মোঃ ওবায়দুর রহমান সহ-সভাপতি, রাজশাহী জেলা যুবলীগ প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ রাজশাহী প্রতিনিধি।
Leave a Reply