
স্কুলের পিকনিক বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছে নওগাঁয়। নওগাঁ পৌরসভার বাইপাস সড়কের তুলসীগঙ্গা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে । দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।
নিহতরা হলেন জাহিদুল ইসলাম (৪৫) ও লিটন (৩২) দুজনই জয়পুরহাট জেলার কালাই উপজেলার মলামগাড়ী গ্রামের বাসিন্দা । তাঁরা দুজনই ছিলেন শিক্ষার্থী অভিভাবক।
নওগাঁ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন আহত যাত্রীদের মধ্যে ২৫ জন । রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গুরুতর আহত ৪জন যাত্রীকে ।
আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার শিকার স্কুলের পিকনিক বাসটি কালাই উপজেলা থেকে নওগাঁ পাহাড়পুর বৌদ্ধবিহার ও নওগাঁ শহরের ডানা পার্কে পিকনিকে আসে। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৬৫ জন ছিলেন। সন্ধ্যায় ফেরার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তুলসীগঙ্গা সেতুর কাছে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, নওগাঁ সদর হাসপাতালের মর্গে নিহত দুজনের লাশ রাখা হয়েছে। আহতদের অধিকাংশই শিশু শিক্ষার্থী।
অনলাইন বাংলা নিউজ বিডিঃ / ক.আ।
Leave a Reply