মৌলভীবাজারে গত ২৩ জুন (রোববার) দুর্ঘটনার কবলে পড়ে আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেন। এতে ঘটনাস্থলেই নিহত হন চারজন। এ ছাড়াও দুর্ঘটনার কবলে পড়া আন্তনগর উপবন এক্সপ্রেসের শতাধিক যাত্রী আহত হন। এ ঘটনার পরের দিন পৃথক দুটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন। এ দুই তদন্ত কমিটিকে ঘটনার দিন হতে (২৩ জুন) তিন কার্যদিবসের মধ্যে (২৬ জুন) তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়।
কিন্তু ৬ দিনেও তদন্ত কমিটির অগ্রগতি সর্ম্পকে জানা যায়নি। মুখ খুলছেন না রেল কর্মকর্তারা। পৃথক দুটি তদন্ত কমিটির একটি আঞ্চলিক প্রধান পর্যায়ের তদন্ত কমিটিতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী মো. মিজানুর রহমানকে প্রধান করে চিফ ইঞ্জিনিয়ার (পূর্ব) আব্দুল জলিল, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) সুজিত কুমার, চিফ সিগনাল অ্যান্ড টেলিকম অফিসার (পূর্ব) ময়নুল ইসলামকে রাখা হয়েছে। আর বিভাগীয় কর্মকর্তা পর্যায়ের কমিটিতে আহ্বায়ক করা হয় কমলাপুর স্টেশনের ডিটিও মো. ময়নুল ইসলামকে। এ কমিটির অন্য সদস্যরা হলেন- ডিএমই (পূর্ব) চট্টগ্রাম এর শাহ সুফী নূর মোহাম্মদ, কমলাপুরের ডিএমও ডা. আব্দুল আহাদ, ডিএসটিই আবু হেনা মোস্তফা আলম ও ডিইএন ঢাকা-২ আহসান জাবির।
এসব তদন্ত কমিটি ঘটনার ৬ দিনেও কোনো অগ্রগতি না জানাতে পারায় মুখে কুলুপ এঁটেছেন রেলের কর্মকর্তারা। এসব বিষয়ে প্রশ্ন করা হলে গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলছেন সংশিষ্ট ব্যাক্তিরা।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply