
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১ লাখ টাকার আমদানি নিষিদ্ধ সিগারেটসহ একজনকে আটক অরেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এপিবিএন)।
শনিবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃতের নাম নজরুল ইসলাম।
আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বলেন, আটক নজরুল ইসলাম কুয়েত এয়ারের একটি বিমানযোগে ঢাকায় আসেন। তিনি শাহজালালের অবতরণ করে যাওয়ার সময় ভোর ছয়টার সময় আগমনী ক্যানোপি-১ থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ইজিগোল্ড ব্রান্ডের ৩৭৩ কার্টন সিগারেটসহ আটক করা হয় । এপিবিএনের জিজ্ঞাসাবাদে তিনি এই সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হবে।
আটক নজরুল ইসলাম সিলেট জেলার গোয়াইন ঘাট থানার ফেনাইকুনা(ফড়িগ্রাম) গ্রামের বাসিন্দা।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম মিয়া ঢাকাটাইমসকে বলেন, আসামি আমাদের কাছেই রয়েছে। তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ জয় রহমান
Leave a Reply