
মানিকগঞ্জের শিবালয়ের আরিচা পয়েন্টে ফের বাড়তে শুরু করেছে যমুনা নদীর পানি। শনিবার (২৭ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পানি বৃদ্ধির ফলে শিবালয়, দৌলতপুর এবং হরিরামপুরে কিছু এলাকা ভাঙনের কবলে পড়েছে।
মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পরিমাপক ফারুক হোসেন গণমাধ্যমকে বলেন, গত কয়েক সপ্তাহে যমুনার পানি কমে ৬ দশমিক ২০ সেন্টিমিটারে নেমে এসেছিল। আজ সকালে তা ৩ সেন্টিমিটার বেড়ে ৯ দশমিক ২০ সেন্টিমিটার হয়েছে। এই পয়েন্টে বিপদসীমা ৩০ সেন্টিমিটার।
অপর দিকে নতুন করে যমুনা নদীতে পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জে আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে আবারও বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপাকে পড়েছেন ঘরে ফেরা অপেক্ষায় থাকা মানুষ। দুর্ভোগ চরমে পৌঁছেছে তাদের।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী রণজিৎ কুমার সরকার গণমাধ্যমকে জানান, গত ২৩ জুলাই সকাল থেকে ২৪ জুলাই সন্ধ্যা পর্যন্ত যমুনার পানি সিরাজগঞ্জ হার্ড পয়েন্ট এলাকায় ২৯ সেন্টিমিটার কমে বিপৎসীমার পাঁচ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এরপর থেকে বাড়তে থাকে। শনিবার সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীর পানি বিপদসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply