
মুক্তিযোদ্ধা এবং খ্যাতিমান ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী আর নেই। ইন্নালিল্লাহি…রাজিউন। আজ মঙ্গলবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে বেলা ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। ল্যাব এইড হাসপাতালের সহকারী ম্যানেজার সংবাদ মাধ্যম কে ফেরদৌসী প্রিয়ভাসিণীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি সংবাদ মাধ্যম কে জানান, প্রখ্যাত মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী আমাদের হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
চিকিৎসকদের সূত্র মতে জানা গেছে, তিনি অনেক দিন ধরে হৃদরোগ,ডায়াবেটিস এং কিডনির জটিলতায় ভুগছিলেন। গত বছরের নভেম্বর মাসে তিনি তার নিজের বাসায় বাথরুমে পড়ে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি দেখা দিলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। ডিসেম্বরের ১১ তারিখে সেখানে চিকিৎসারা তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার করার পর তার একটি হার্ট অ্যাটাক হয়, পরে এর সাথে ইউরিন ইনফেকশনও শনাক্ত হয়। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিসিইউ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউ তে স্থানান্তর করা হয়। ২০ ডিসেম্বর হাসপাতাল থেকে মোটামুটি সুস্থ হয়ে বাড়ি যান। বাড়ি যাওয়ার ৮৩ দিন পর অসুস্থ হয়ে চিরতরে চলে গেলেন মুক্তিযুদ্ধের এই কিংবদন্তি নারী।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply