
হঠাৎ এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন কে প্রত্যাহার করেছে সরকার।
গতকাল বুধবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে মেজর জেনারেল আবুল হোসেন কে বিজিবি মহাপরিচালক পদ থেকে সেনাবাহিনীতে ফিরেয়ে নেওয়া হয়েছে। এখন তিনি সশস্ত্র বাহিনী বিভাগের অধীনে চাকরি করবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
হটাৎ এই প্রত্যাহারের বিষয়ে বাহিনী জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানিয়েছেন,প্রত্যাহারের বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে জারিকৃত প্রজ্ঞাপনের কপি এখনও আমাদের কাছে এসে পৌঁছায়নি।
মেজর জেনারেল আবুল হোসেন কে বিজিবি মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় ২০১৬ সালের ২ নভেম্বর। সেই সময় তিনি রাষ্ট্রপতির সামরিক সচিব হিসেবে কর্মরত ছিলেন।
১৯৬২ সালে পটুয়াখালীতে জন্মগ্রহন করেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের কর্মকর্তা মেজর জেনারেল আবুল হোসেন।
সেনা সদর দফতরের ইঞ্জিনিয়ার ইন চীফ এবং মিরপুরে সেনাবাহিনী দ্বারা পরিচালিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও গাজীপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ডেন্টের দায়িত্ব পালন করেছেন তিনি।
এছাড়াও তিনি ঢাকা সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও কুয়েতে জাতিসংঘ শান্তি মিশনে নেতৃত্বের পর্যায়ে কাজ করেছেন।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply