
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুধ্ধ ১৭ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৩ ঘটিকার সময় বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই উদ্বোধনী এ খেলা অনুষ্ঠিত হয়, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তারের সভাপতিত্বে ও বাঁশখালী উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মোঃ জাফর ইকবাল এবং আলী আজগরের যৌথ
পরিচালনায় অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম পি। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী,বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাইজুল ইসলাম, চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শেখেরখীল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন, সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসতেয়াক আমহদ,কৃষি অফিসার আবু ছালেক,কৃষি অফিসার শ্যামল, পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিন, বাঁশখালী ক্রিকেট একাডেমির চেয়ারম্যান লায়ন শহিদুল মোস্তফা চৌধুরী মিজান, সার্বিক নিরাপত্তার
দায়ীত্বে ছিলেন বাঁশখালী দায়িত্ব রত সেকেন্ড অফিসার সাজ্জাদ হোসেনের নেতৃত্বে একটি টিম এতে আরো উপস্থিত ছিলেন এস কে মোস্তাবা মিশু, বাঁশখালী উপজেলা আওয়ামিলীগ ওলমালীগের সভাপতি মোঃ আকতার হোছেন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমিত্র সেন বড়ুয়া, মাহামুদুর ইসলাম, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ খোরশেদ আলম, আতিকুল আলম, শাহাজান (প্রকাশ)গুরু। এসময় উপজেলা প্রশাসন, পৌর প্রশাসন, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, উদ্বোধনী খেলায় শেখেরখীল ইউনিয়ন বনাম পুকুরিয়া ইউনিয়ন অংশগ্রহণ করে। অতিথিবৃন্দ বেলুণ উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। খেলায় শেখেরখীল ২-০ গোলে পুকুরিয়াকে পরাজিত করে। উক্ত খেলা পরিচালনা করেন বিটুরাজ বড়ুয়া, তরিকুল ইসলাম ও জাকির হোসেন
অনলাইন বাংলা নিউজ বিডি:/আমিরুল ইসলাম
Leave a Reply