
নাটোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও আদিবাসীদের ফ্রি কম্পিউটার ও আউটসোসিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকালে নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল প্রশিক্ষনের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সামসুল আলম, দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল সাকিব বাকি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সহ সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রকল্পের উদ্যোক্তা মৌমিতা ঘোষ জানান, প্রতিবন্ধী বলে আলাদা কোনো জনগোষ্ঠী নেই। আমরা সবাই মানুষ, সব মানুষের মধ্যেই প্রতিভা লুকায়িত রয়েছে। সেই প্রতিভাকে তথ্য ও প্রযুক্তির আলোতে বিকশিত করতেই নাটোর আইটি ইন্সটিটিউট এই বিশেষ প্রজেক্টটি হাতে নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর আইটি ইন্সটিটিউটটের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম শিমুল এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয় ভাইয়ের হাত ধরেই ডিজিটাল বাংলাদেশের সূচনা হয়। তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশে কেউ বেকার থাকবে না, কম্পিউটার ও আউটসোর্সিং প্রশিক্ষণের মাধ্যমে ঘরে বসেই তারা আয় করার সুযোগ পাবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাটোর আইটি ইন্সটিটিউটের প্রশিক্ষক কুহেলী সুলতানা।
নাটোর আইটি ইন্সটিটিউটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জুয়েল রানা জানান, এই প্রকল্পের মাধ্যমে প্রথম পর্যায়ে সকল প্রশিক্ষণার্থীদের ৩ মাস বেসিক কম্পিউটার প্রশিক্ষণ করানো হবে। এখান থেকে যারা ভালো করবে তাদের আউটসোর্সিং ও ফিল্যান্সার হিসেবে গড়ে তুলতে গ্রাফিক্স, ওয়েব, প্রোগ্রামিং সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও আদিবাসীদের কম্পিউটার ও আউটসোসিং প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করি।
Leave a Reply