
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান-২০১৮ অনুষ্ঠিত হয়।বাংলাদেশ পুলিশে গৌরবদীপ্ত অবদানের স্বীকৃতিস্বরূপ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড পেয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ হিসেবে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
২০১৫ সালের ১২ জুন জেলা পুলিশ সুপার হিসেবে চাঁদপুর জেলায় যোগদান করেন শামসুন্নাহার পিপিএম। সেখানে যোগদান করার পর থেকে তিনি অত্যন্ত সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে অপরাধ দমন, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধকল্পে নানামুখী ব্যতিক্রমধর্মী কার্যক্রম গ্রহণ করেন এবং নারী ও শিশুর অভিযোগ সাক্ষাতকার গ্রহণের মাধ্যমে নিষ্পত্তির নিমিত্তে নারী ও শিশু সেল গঠন করেন।
এও জানা গেছে, এ পর্যন্ত ১৫০১ জন নারী ও শিশুর অভিযোগ গ্রহণ করে তদন্তের মাধ্যমে ১৩৮২টি অভিযোগের নিষ্পত্তি করেছেন এই পুলিশ কর্মকর্তা।
এ ছাড়াও পুলিশ সুপার শামসুন্নাহার এই প্রথম চাঁদপুরে চালু করেন জঙ্গি, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণা, পথসভা, স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা এবং যুব ফুটবল টুর্নামেন্ট। এতে চাঁদপুর জেলাবাসীর মাঝে পুলিশের ওপর আস্থা এবং ভাবমূর্তি বৃদ্ধি পায়। পাশাপাশি জনমনে বিরাজ করছে শান্তি ও স্বস্তি।
উল্লেখ্য, এদিন ৬টি ক্যাটাগরিতে ২০ জন নারী পুলিশ কর্মকর্তাকে তাঁদের ভালো কাজের এই স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply