
মামলাকারী মহিলার অভিযোগ, তাঁর উপরে অত্যাচার করেন স্বামী। তিনি আর সংসার করতে চান না। অথচ স্বামী জোর করছেন। বিবাহ বিচ্ছেদের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তিনি।
সুপ্রিম কোর্টে হাজির ছিলেন মামলাকারীর স্বামী। বিচারপতি মদন বি লোকুর ও দীপক গুপ্তের বেঞ্চের পর্যবেক্ষণ, ”স্ত্রী আপনার অস্থাবর সম্পত্তি নয়। নিজের কাছে স্ত্রীকে থাকতে বাধ্য করতে পারেন না। উনি আপনার সঙ্গে থাকতে চান না। আপনি কীভাবে ওনার সঙ্গে থাকতে পারেন।”
স্ত্রীকে জোর করে সঙ্গে রাখতে পারেন না স্বামী। স্ত্রী অস্থাবর সম্পত্তি নয়। এই মামলায় এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রশ্ন, এতটা নীতিহীন কীভাবে হতে পারেন স্বামী? স্ত্রী কোনও বস্তু বা অস্থাবর সম্পত্তি নয়। মহিলার আইনজীবী জানান, তাঁর মক্কেল স্বামীর সঙ্গে থাকতে চান না। বিবাহবিচ্ছেদ চান তিনি। এমনকি খোরপোষও চান না। প্রয়োজনে স্বামীর বিরুদ্ধে করা অভিযোগ থেকে ৪৯৮এ ধারাও তুলে নেবেন তিনি।
এর আগে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, স্বামী-স্ত্রী দুজনেই শিক্ষিত।নিজেদের মধ্যে মধ্যস্থতা করে বিষয়টি মিটিয়ে ফেলতে সক্ষম তাঁরা। আইনি পথে দীর্ঘ সময় লাগতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply