
বুধবার বেলা ১১টায় নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের আয়োজনে বিভাগের শ্রেষ্ঠ জেলা ও উপজেলা কমিটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকেন দুর্নীতি দমন কমিশনার (দুদক) এএফএম আমিনুল ইসলাম।
আমিনুল ইসলাম বলেছেন, রাজনীতিবিদদের স্বদিচ্ছা থাকলে দুর্নীতি কমানো সম্ভব হবে। বিভিন্নস্থানে সংসদ সদস্যরা দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখায় সেসব স্থানে দুর্নীতি কমে গেছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে দেশের এ অবস্থা থাকতো না। বঙ্গবন্ধু দায়িত্ব দিয়ে গেছেন আমাদের তাই সকলকে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে। দুর্নীতি প্রতিরোধে সততা সংঘের মাধ্যমে স্কুল-কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হয়েছে। ইতিমধ্যেই ২৬ হাজার শিক্ষার্থীকে এতে সম্পৃক্ত করা হয়েছে। এসব শিক্ষার্থীরাই একসময় দেশের হাল ধরবে তখন দুর্নীতি থাকবে না।
তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্দেশ্যে বলেন, জেলা-উপজেলা পর্যায়ে কোটি কোটি টাকা লোপাট ঠেকাতে কার্যকর কমিটি গঠন করতে হবে। প্রত্যেকটি কাজের জবাদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে তবেই কাজ সম্পন্ন করতে দেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. শহিদুজ্জামান, পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন, জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।
দুদকের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দুদকের পরিচালক মো. মনিরুজ্জামান, বরিশাল জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম রাবেয়া খাতুন, শ্রেষ্ঠ জেলা পিরোজপুরের সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম আলী, শ্রেষ্ঠ উপজেলা পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা কমিটির সভাপতি আবদুর রশীদ মাস্টার, দ্বিতীয় স্থান অর্জনকারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাধারণ সম্পাদক মো. ফছিউর রহমান, তৃতীয় স্থান অর্জনকারী পটুয়াখালীর গলাচিপা কমিটির সভাপতি মো. রফিকুল আলম প্রমুখ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply