
আজ বুধবার ভোরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গুলি বিনিময় হয়। এই ঘটনায় নিহত হয়েছে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী খাদেমুল ইসলাম।
মেহেরপুর শহরের ব্র্যাক অফিসের কাছে এই ঘটনা ঘটে।নিহত খাদেমুল হোসেন শহরের শিশু বাগান পাড়ার রেজাউল হকের ছেলে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম জানান, ভোর সাড়ে তিনটার দিকে কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। দ্রুত শহরের ব্র্যাক অফিসের পাশে গিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। থানায় নিয়ে আসার পর এলাকাবাসী তার মরদেহ সন্ত্রাসী খাদেমুল ইসলামের বলে শনাক্ত করে। তার দেহে গুলিবিদ্ধ ছিলো।
নিহত খাদেমুলের নামে মেহেরপুর তিন থানায় ডাকাতি, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, তিনটি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply