
গত মঙ্গলবার রাত ১২টার দিকে মিরপুরের একটি পাঁচতলা ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হন। তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাত মাসের শিশু তামিম মারা যায়। গতকাল বুধবার দুপুর ২টার দিকে মারা যান তামিমের মা মিনা বেগম (২৮)।
রাজধানীর মিরপুরের বাসাটিতে অগ্নিকাণ্ডে সন্তানসহ মায়ের মৃত্যুর পর এবার বাবাও চলে গেলেন না-ফেরার দেশে। তাঁর নাম মানিক মিয়া (৩৫)। তাঁর শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল বলে চিকিৎসক জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মানিক মারা যান। আবাসিক সার্জন ডা. পার্থ শঙ্কর পাল এ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন।
মিরপুরের ১১ নম্বর সেকশনের ‘এ’ ব্লকের ৪ নম্বর রোডের পাঁচতলা বাসার নিচতলায় সপরিবার থাকতেন মানিক।
ডা. পার্থ শঙ্কর পাল জানান, মিনার শরীরের ৮৫ শতাংশই পুড়ে গিয়েছিল।
মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন জানান, ধারণা করা হচ্ছে, বাসার গ্যাস পাইপলাইন ছিদ্র হয়ে এই আগুন লাগে।
গ্যাসের পাইপলাইনের ত্রুটি যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু ডেকে না আনে সেজন্যে নির্দিষ্ট সময় পর পর বাসা-বাড়ির গ্যাস লাইন পরীক্ষা করিয়ে নেয়া উচিৎ।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply