
শুক্রবার সকালে মাদারীপুর সার্কিট হাউসে অসহায় ও দুঃস্থদের মাঝে ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অনেক অপরাধ করেছেন বলেই বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
শাজাহান খান আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া একদিকে যেমন এতিমদের টাকা আত্মসাৎ করেছে, অন্যদিকে মানুষ পুড়িয়ে ও পিটিয়ে হত্যা করেছে। এমনকি গাড়িতে পেট্রোল বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করেছে। তাদের মালামাল ধ্বংস করেছে। এ সকল মামলায় তাকে জামিন নিতে হবে।’
খালেদা জিয়ার বিরুদ্ধে কয়েক ডজন মামলা রয়েছে উল্লেখ করে নৌমন্ত্রী বলেন, শুধু জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন না। তার বিরুদ্ধে যেসকল মামলা রয়েছে আইনগতভাবে জামিনের পর খালেদা জিয়া মুক্তি পাবেন। জামিন নেয়া ছাড়া খালেদা জিয়া কখনই কারাগার থেকে মুক্ত হতে পারবেন না।
শুক্রবার সকালের এই অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন, মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি ওবায়দুর রহমান কালু খান, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়ারম্যান পল্লবী হাসান।
উল্লেখ্য, কিছুদিন আগেই খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জয় লাভ করেন আওয়ামীলীগ প্রার্থী। যদিও বিএনপি বিগত সময়ের মতোই অনিয়মের অভিযোগ তুলে এই নির্বাচনকে ‘অগ্রহনযোগ্য’ বলেছে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply