
শিক্ষক আব্দুল মতিন খান নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে সেখানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো। রবিবার বিকেলে সে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে।
পিরোজপুরের নাজিরপুরে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আব্দুল মতিন খান (৪৮) নামের এই শিক্ষককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা তাকে দণ্ড দেন।
আব্দুল মতিন খান উপজেলার মধ্য জয়পুর গ্রামের মৃত আব্দুল হক খানের ছেলে। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ওই ছাত্রী টয়লেটে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হয়ে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
শিক্ষককে জাতি গড়ার কারিগর বলা হয়। শিক্ষা যেখানে জাতির মেরুদন্ড, সেখানে শিক্ষক একমাত্র মাধ্যম সেই মেরুদন্ডকে দাঁড়াবার মত করে শক্র ভিতের উপর গড়ে তোলার।
কিন্তু বিভিন্ন সময়ে শিক্ষকের এমন অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে পড়া এই সম্মানীয় পেশাকে প্রশ্নবিদ্ধ করেছে। আইনের মাধ্যমে একে কলুষিত করার কঠিন শাস্তি দেয়া উচিত এমন নীতি বিবর্জিত শিক্ষকদের।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এস এস
Leave a Reply