
বহু কাঠ-খড় পোড়াবার পর, বিশ্বকে অনেকটাই অবাক করে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বৈঠক সমাপ্ত হলো।
তবে উত্তেজনার রেশ যেন এখনও কাটছেই না।
গত সোমবার এ দুই নেতার বৈঠক কভার করতে যাওয়া সাংবাদিকদের উপহার হিসেবে একটি করে ইউএসবি ফ্যান দেওয়া হয়। আর সেই উপহারে হাত দিতেই ভয় পাচ্ছেন সবাই।
জানা গেছে, উচ্চপদস্থ কোনো কোনো কর্মকর্তা এ ব্যাপারে সতর্ক করেছেন সাংবাদিকদের। তারা যেন ল্যাপটপে ফ্যানটি না লাগান। কারণ ইউএসবি ডিভাইসে ম্যালওয়্যার থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাশাপাশি সাংবাদিকদের উপহারে একটি ব্র্যান্ডেড পানীয় বোতল,একটি লোকাল গাইডবুক ও ওই ইউএসবি ফ্যান দেওয়া হয়। ডাচ জার্নালিস্ট হারাল্ড ডোরনবস ওই ফ্যানের একটি ছবি টুইটও করেছেন।
সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্রফেসর অ্যালান উডওয়ার্ড বলেন,‘ল্যাপটপের সফটওয়্যারের নিরাপত্তা ভাঙতে ইউএসবি-ই নতুন অস্ত্র। যদি একবার নিজের কম্পিউটারে এটা অ্যাকসেস করতে দেওয়া হয়,তাহলে আর এটা তোমার কম্পিউটার থাকবে না।’
গত বছর বিশ্বের একটি বড়সড় অংশে সাইবার হামলা চালানোয় নাম উঠে এসেছিল উত্তর কোরিয়ার। এক গোপন রিপোর্টে উল্লেখ করা হয়,এবার ভারতের উপর হামলা করতে চলেছে কিম জং-উনের দেশ। তাও আবার যেখানে সেখানে নয়,একেবারে মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোতে হামলা চালানোর ছক কষছে উত্তর কোরিয়া।
যদিও এই উপহারের সঙ্গে উত্তর কোরিয়ার কোনো যোগ নেই। পুরোটাই অ্যাসেম্বল করা হয়েছে সিঙ্গাপুরে। তবে যেহেতু উত্তর কোরিয়ার এই ধরনের কার্যকলাপের উদাহরণ রয়েছে,তাই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে সাইবার বিশেষজ্ঞরা।
এই আশঙ্কা সত্যি হলে এক বিরাট ভাবনার বিষয় হবে বিশ্বের অন্যান্য দেশগুলোর জন্যে। এছাড়া ভাবমূর্তি ক্ষুন্ন হবে উত্তর কোরিয়ার।
তাঁদের উপর থেকে বিশ্বাস হারাবে অন্য দেশগুলো। কোরীয় নেতা কিম জং-উন নিশ্চয়ই এতটা করতে চাইবেন না!
Leave a Reply