
পাহাড় ধ্বস আমাদের দেশের পরিচিত প্রাকৃতিক দুর্যোগ গুলোর একটি। প্রায় প্রতি বছরই এতে প্রান হানী ও ক্ষয়ক্ষতি হয়। তবে যথোপযুক্ত ব্যবস্থা সেভাবে না নেয়ায় এ অবস্থা থেকে পরিত্রান মিলছে না।
এবারও সেই ধারাবাহিকতা রেখেই বান্দরবানে প্রবল বর্ষণে পাহাড় ধস হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে আটজন নিহত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের কালাঘাটা এলাকার বড়–য়ার টেক নামক স্থানে ঘরের উপর পাহাড় ধ্বসে তিনি নিহত হন। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্য ও স্থানিয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
পুলিশ ও দমকল বাহিনী সূত্র জানায়, প্রবল বর্ষণের সময়ে প্রতিমা রাণী একা বাসায় ছিল। এ সময় তার বাসার পেছনের পাহাড়ের মাটি ধসে পড়লে ঘরটিসহ প্রতিমা রাণী চাপা পড়ে। পরে তার লাশ মাটি সরিয়ে উদ্ধার করা হয়।
ঘটনার পর জেলা প্রশাসক মো: আসলাম হোসেনসহ প্রশাসনের কর্মকর্তরা এলাকাটি পরিদর্শন করেন।
এছাড়া গত ২৪ ঘন্টার প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে জেলার সাংঙ্গু মাতামুহুনী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলা শহর ও রুমা উপজেলার বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বান্দরবান রুমা সড়কের দলিয়ান পাড়ার কাছে সকালে সড়কের উপর পাহাড় ধসে পরলে রুমা উপজেলার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
অন্যদিকে বান্দরবান রাঙ্গামাটি সড়কের পুলপাড়া নামক স্থানে বেইলী ব্রিজ পানিতে তালিয়ে যাওয়ায় এই সড়কে যানচলাচল সকাল থেকে বন্ধ রয়েছে।
বান্দরবান কেরানীরহাট সড়কে বাজালিয়া এলাকায় পানি প্রবাহিত হওয়ায় যানচলাচল ব্যহত হচ্ছে। এদিকে পাহাড় ধসে প্রাণহানী ঠেকাতে জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ হতে শহর ও উপজেলাগুলোতে মাইকিং করা হচ্ছে।
পর্যাপ্ত ব্যবস্থা না নিলে এই একটানা বৃষ্টিতে এবং বন্যার পানিতে পাহাড় ধ্বসের আশংকা বাড়বে, সেই সঙ্গে আশংকা বাড়বে বেশি ক্ষয়ক্ষতিরও। তাই প্রশাসনের উচিৎ এই বিষয়টিকে আরো গুরুত্বের চোখে দেখা।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply