
গত কয়েক মাস ধরে আইন শৃঙ্খলা বাহিনী চলমান রেখেছে মাদক বিরোধী অভিযান। এই অভিযানে বিভিন্ন সময়ে পুলিশের ভাষ্যমতে, বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বেশ কিছু মাদক ব্যবসায়ী।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১০ জুলাই) ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মিরপুরের বেড়িবাঁধ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধে ঘটনা ঘটে।
উক্ত বন্দুক যুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশসহ (৩৫) দুইজন নিহত হয়েছেন।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণঞ্জের রূপগঞ্জ এলাকায় মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুলি বিনিময়কালে জেনেভা ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নাদিম ওরফে পঁচিশ (৩৫) নিহত হয়েছেন।
আর বেড়িবাঁধ এলাকায় অপর এক বন্দুকযুদ্ধের ঘটনায় মিরপুরের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইব্রাহিম ওরফে পাইলট বাবু (৩৫) মারা গেছেন।
ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলিসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
মাদকের বিরুদ্ধে এমব ছোটখাটো অভিযান করে একে দমিয়ে রাখা যাবে না। এজন্যে এর পেছনে যারা কলকাঠি নাড়ছে, সেই রাঘব বোয়ালদের ধরতে হবে। তবেই কেবল মাদককে নিশ্চিহ্ন করে ফেলা যাবে যুবসমাজের নাগাল থেকে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply