
সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি থেকে দেয়া তথ্যে জানা যায়, আজ সোমবার টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্প ইরান প্রেসিডেন্টকে এক ধরনের পালটা হুমকি দেন।
রোববার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি এক বার্তায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেছিলেন, ‘সিংহের লেজ নিয়ে খেলবেন না। ইরানের সঙ্গে যুদ্ধ করা মানে সকল যুদ্ধের মায়ের সাথে যুদ্ধ করা।’
এরপরই ইরানকে পাল্টা হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের প্রেসিডেন্টকে টুইট বার্তায় বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে আর কখনো হুমকি দেবেন না। এর ফল হিসেবে আপনাকে এমন কঠোর পরিণতির মুখে পড়তে হবে, যা ইতিহাস এর আগে খুব কমই প্রত্যক্ষ করেছে।’
ট্রাম্প টুইটটি শুরু করেন এভাবে, ‘ইরানি প্রেসিডেন্ট রুহানির প্রতি…।’
ট্রাম্প টুইটারে আরো লিখেন, ‘আমরা এমন কোনো দেশ না, যে দেশ আপনার সহিংসতা ও হত্যার হুমকি দেওয়া উন্মত্ত কথাকে ছাড় দেবে।’
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে রুহানি বলেছিলেন, ‘ইরানের সঙ্গে শান্তি, সকল শান্তির জননী। ইরানের সঙ্গে যুদ্ধ, সকল যুদ্ধের জননী।’
এদিকে ট্রাম্পের টুইট বার্তার আগে আগে ইরানের প্রেসিডেন্ট রুহানির বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বর্তমান সরকারকে ‘সরকারের চেয়ে বেশি মাফিয়া’ বলে মন্তব্য করেন।
পম্পেও আরো জানান, তেহরানের ওপর চাপ অব্যাহত রাখতে এ বছর নভেম্বর নাগাদ যাতে অন্য দেশগুলো ইরান থেকে তেল আমদানি না করে, সে ব্যাপারে কাজ করবেন তিনি।
হুমকি, যুদ্ধ এসব কোনো শান্তিপূর্ণ সমাধানের পথ নয়। দুটি দেশের উচিৎ আলোচনায় বসা। আলোচনার মাধ্যমেই তৃতীয় বিশ্বের সকল সমস্যার অবসান হতে পারে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply