
গত ২২ জুলাই বিকাল সাড়ে চারটার দিকে কুষ্টিয়ার আদালতে মানহানির মামলায় জামিন নিয়ে বের হয়েছিলেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সেখানেই হামলার শিকার হন তিনি। আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় লাঠি ও ইট দিয়ে তাকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে ফেলা হয়। এ সময় তিনি আহত হন।
কুষ্টিয়ায় আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের উপর এই হামলার ঘটনাটি দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
২৪ জুলাই ২০১৮ মঙ্গলবার এ বিষয়ে এক আবেদনের পরিপ্রেক্ষিতে এমন আশ্বাস দেন প্রধান বিচারপতি।
হামলার বিষয়টি সম্পর্কে আদালতকে অবহিত করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
পরে সাংবাদিকদের অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, ‘আমরা দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতি। আমরা এটা সোমবার পর্যন্ত পর্যবেক্ষণ করেছি। দেখি, আদালত কী ব্যবস্থা গ্রহণ করেন। কিন্তু আমরা লক্ষ করলাম, মঙ্গলবার পর্যন্ত ওই ঘটনার বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এজন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে হাজির হয়েছি, পত্রিকা নিয়ে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছি। প্রধান বিচারপতিকে বলেছি, এই আদালত সংবিধানের অভিভাবক, সব আদালতের অভিভাবক। জনগণের অভিভাবক। মানুষ আদালতে যায় এবং সেই আদালত যদি জনগণের নিরাপত্তা দিতে না পারে, তাহলে আদালতের প্রতি মানুষের আস্থা থাকবে না।’
তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতিকে আমরা কয়েকটি জাতীয় পত্রিকা দেখিয়েছি। ওই ঘটনার কথা বলেছি। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্যান্য বিচারপতিও আমাদের বক্তব্য শুনেছেন। শুনে তারা বলেছেন, বিষয়টি তারা দেখবেন।’
আদালতের প্রাঙ্গনের কাছাকাছি এই হামলার ধৃষ্টতা দেখানো চরম অবমাননাকর। এর সঙ্গে সম্পৃক্তদের সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিৎ। যেন ভবিষ্যতে আর এমন কিছু না ঘটে।
অনলাইন বাংলা নিউজ বিডি :/ এম ইউ
Leave a Reply